আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়া সঞ্চালনায় পরিচিত মুখ তিনি। তিনি আবার তারকা ক্রিকেটারের ঘরণি। তিনি সঞ্জনা গণেশন।
তিনিই আবার মডেল। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট। ২০১২ সালে ফেমিনা মিস স্টাইল ডিভা কম্পিটিশনেরও ফাইনালিস্ট। এমটিভি-র স্প্লিটসভিল্লাতেও অংশ নিয়েছেন। অন্য ভূমিকাতেও তিনি দারুণ সফল হতে পারতেন। কিন্তু সঞ্জনা বেছে নিলেন ক্রীড়া সঞ্চালনা। আর এই সঞ্চালনা করতে গিয়েই তাঁর সঙ্গে পরিচয় ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহর সঙ্গে। সেই পরিচয় থেকেই প্রেম। পরে প্রেম পরিণতি পায় বিয়েতে। এখন তাঁরা সুখে সংসার করছেন।
বুমরাহ ও সঞ্জনার প্রথম পরিচয় কবে? ২০১৩ সালের আইপিএলে প্রথমবার ভারতীয় পেসারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তখন বুমরাহও উঠতি প্রতিভা। তরুণ প্রতিভাদের ইন্টারভিউ নিতেন সঞ্জনা। এরকমই এক ইন্টারভিউ নেওয়ার সময়ে বুমরাহ ও সঞ্জনার প্রথম সাক্ষাৎ।
২০১৯ বিশ্বকাপের সময়ে বুমরাহর সঙ্গে ফের দেখা হয় সঞ্জনার। সেই সময়ে বুম বুম বুমারহ আবার টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড়। সেই সময়ে প্রায়ই দেখা হত সঞ্জনা ও বুমরাহর। বুমরাহকে নিয়ে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে শো-ও করেন সঞ্জনা।
দু'বছরের ডেটিংয়ের পরে ২০২১ সালে বিয়ে হয় দু' জনের। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর বুমরাহ ও সঞ্জনার সংসারে আসে পুত্রসন্তান। আইসিসি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসরে সঞ্চালনা করতে দেখা গিয়েছে সঞ্জনাকে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সঞ্জনা গণেশনের সম্পত্তির পরিমাণ ৮ কোটিরও বেশি। প্রতিবেদন অনুযায়ী, টিভিতে সঞ্চালনা করেই বিশাল অর্থ উপার্জন করেন তিনি। টিভিতে অনুষ্ঠান পিছু প্রায় ২০ থেকে ৪০ লক্ষের মতো আয় করেন সঞ্জনা। বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সঞ্চালনার কাজ করতে দেখা যায় তাঁকে। তাছাড়া তিনি মডেল। ফলে বিপুল উপার্জন করেন সঞ্জনা।
এবারের ইংল্যান্ড সফরে বুমরাকে দলে নেওয়া হয়েছে। তবে পাঁচটা টেস্ট ম্যাচ তিনি খেলতে পারবেন না। বড়জোর ৩-৪টে টেস্ট ম্যাচ খেলবেন তিনি। এই দম্পতিকে নিয়ে চর্চা হয় ভারতীয় ক্রিকেটে। আইপিএল থেকেও বুমরার আয় অনেক। তারকা পেসারকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের গ্রেডেশন অনুযায়ী এ প্লাস ক্যাটেগরিতে তিনি। বোর্ডের কাছ থেকে বাৎসরিক ৭ কোটি টাকা পান বুম বুম বুমরাহ।
